জাতি হিসেবে বাঙালি শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ রাখে-মোস্তাফা জব্বার
17 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » জাতি হিসেবে বাঙালি শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ রাখে-মোস্তাফা জব্বার

জাতি হিসেবে বাঙালি শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ রাখে-মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার

ঢাকা :  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে বাঙালির মেধা, মনন, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অনন্য। জাতি হিসেবে বাঙালি শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ রাখে।

 

মন্ত্রী সোমবার(২১ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে কলকাতায় বাংলা ভাষাভাষীদের সংগঠন ‘বাংলা ওয়ার্ল্ডওয়াইড’ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুরের সঞ্চালনায় অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ,  বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: জিয়াউদ্দিন, সাংবাদিক ড. পার্থ চ্যাটার্জি বিকাশ চৌধুরী এবং কলকাতায় বাংলাদেশ   উপ হাই- কমিশনের প্রথম সচিব-প্রেস মোফাকখারুল ইকবাল বক্তৃতা করেন।

 

মুক্তিযুদ্ধে ভারতের জনগণের বিশেষ অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জন্য ভারত যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে পাশে থেকেছে তা ইতিহাসে বিরল। তিনি বলেন. পৃথিবীর সকল বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু আসন করে নিয়েছেন। মুক্তিযুদ্ধে যে সকল ভারতীয় সেনাবাহিনীর সদস্য জীবন দিয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।

 

মন্ত্রী ‘বাংলা ওয়ার্ল্ডওয়াইড’ কে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মিলনের সেতুবন্ধ উল্লেখ করে বলেন, ইউনিকোড কনসোর্টিয়ামে ইন্টারনেটে বাংলাভাষা নিয়ে বিদ্যমান জটিলতা দুই বাংলার সহযোগিতায় অতিক্রম করতে  সক্ষম হয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রজ্ঞাবান নেতৃত্বের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভাবনীয় সফলতা আজ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ হ্যানরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির দেশ নয়, বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেন  মোস্তাফা জব্বার।

 

বক্তারা একাত্তরে বাংলাদেশের রণাঙ্গণে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের এই বর্ণনাগুলোকে যথাযথভাবে লিপিবন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আপনাদের দেখা যুদ্ধকালীন অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

Loading


শিরোনাম বিএনএ