30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন


বিএনএ, ঢাকা: সাইবার নিরাপত্তা আইনের বিধান মতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করলো সরকার। শুক্রবার (১৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত গেজেট জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (২০২৩ সালের ৩৯ নং আইন) এর ধারা ৫ এর উপ-ধারা ১-এ দেওয়া ক্ষমতাবলে সরকার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি নামে একটি এজেন্সি গঠন করল।

একই প্রজ্ঞাপনে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বাতিল করার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়েছিল।

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে গত ২৮ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

চারটি ধারায় অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর খসড়াটি অনুমোদন দেওয়া হয়। ধারাগুলো হলো- ১৭, ১৯, ২৭ ও ৩৩। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ (ধারা-১৭), কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ইত্যাদির ক্ষতিসাধন (ধারা-১৯), সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অপরাধ (ধারা-২৭), হ্যাকিং সংক্রান্ত অপরাধ (ধারা-৩৩)- এগুলো অজামিনযোগ্য রাখা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ