বিএনএ, ঢাকা : দাম বৃদ্ধির পণ্যের তালিকায় এবার যুক্ত হলো মুখে খাওয়ার স্যালাইন। আগে যে স্যালাইন প্যাকেট পাঁচ টাকায় বিক্রি হতো, এখন তার দাম বেড়ে ছয় টাকা হয়েছে। খাওয়ার স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ওষুধের দোকানে কথা বলে এ তথ্য জানা গেছে।
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সম্প্রতি খাওয়ার স্যালাইনের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি প্যাকেট স্যালাইন ছয় টাকা দিয়ে কিনতে হবে।
সাধারণত ডায়রিয়া চিকিৎসায় স্যালাইন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে বাংলাদেশের মানুষ স্যালাইন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। পাতলা পায়খানা দেখা দিলেই অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্যালাইন খাওয়া শুরু করে। অনেকে ক্লান্তি দূর করার জন্য স্যালাইন খান। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকলেও অনেকে স্যালাইন খান।
বিএনএনিউজ/এইচ.এম।