17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ইরানের জালে ইংল্যান্ডের ৬ গোল

ইরানের জালে ইংল্যান্ডের ৬ গোল

ইরানের জালে ইংল্যান্ডের ৬ গোল

বিএনএ ডেস্ক: কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইরানের জালে ৬ গোল দিয়েছে ইংল্যান্ড। বিপরীতে ইংল্যান্ডের জালে ২ গোল শোধ করে ইরান। প্রথম ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল হ্যারি কেইন-এর দল।

সোমবার (২১ নভেম্বর) আল রাইয়ান মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে ইরানের জালে প্রথমার্ধেই তিন গোল করে ইংল্যান্ডে। বিরতির পরও আরও তিন গোল করে তারা। দ্বিতীয়ার্ধে হালকা ঝলক ছাড়া পুরোটা সময় কোণঠাসাই হয়ে ছিলো ইরান। তাদেরকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করল গ্যারেথ সাউথগেটের দল।

ইংল্যান্ড পক্ষে দুই গোল করেন বুকায়ো সাকা। একটি করে গোল আসে জুড বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশের পা থেকে। ইরানের হয়ে দুটি গোলই শোধ দেন মেহদি তারেমি।

বিএনএ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ