20 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কূটনীতিকদের ‘আচরণবিধি’ মেনে চলা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিকদের ‘আচরণবিধি’ মেনে চলা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিকদের ‘আচরণবিধি’ মেনে চলা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: বাংলাদেশে আশা করে, বিদেশি কূটনীতিকরা তাদের আচরণবিধি মেনে চলবেন। এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয় তিনি আরও বলেন, এদেশে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন এবং এটাই আমাদের প্রত্যাশা।

ড. মোমেন বলেন, বাংলাদেশ এখন আর কোন দেশের কলোনী নয়। এটি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র। তাদের এই কথা স্মরণ রাখা উচিৎ।

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন।
একে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ