ফেনী প্রতিনিধি: ফেনীতে ৪ আগস্টের গণহত্যায় সহযোগিতার অভিযোগে জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা এ দাবি জানান।
তারা বলেন, মহিপালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যেখানে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ঘটনাস্থলে সহায়তা না করার অভিযোগ করেন এবং ডিসি শাহীনা আক্তারের অপসারণসহ বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজছাত্র রফিকুল ইসলাম রাতুল, রেদোয়ানুল ইসলাম, শাহরিয়ার সোহান ও অন্তু।
বিএনএ, এসজিএন