18 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত নিহত আব্দুল বারেকের সাথে এলাকার লোকজনদের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বেলা ১২ টার দিকে আব্দুল বারেক বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যায়। এসময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে প্রতিক্ষের লোকজনের ছুরিকাঘাতে আব্দুল বারেক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) ফারুক হোসেন ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ