বিএনএ ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার(২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে সহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তাঁকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গত জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২০ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সহিদুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। এর আগে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের উপপ্রধানেরও দায়িত্ব পালন করেন তিনি।
বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সহিদুল ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন তিনি।
বিএনএ/ ওজি