18 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » দেশে করোনায় আরও ১০ মৃত্যু

দেশে করোনায় আরও ১০ মৃত্যু


বিএনএ, ঢাকা : করোনায় দেশে আরও ১০ জন মারা গেছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১ জনে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

১০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা যান।

এ ছাড়া  ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ ৩ জন, পঞ্চাশোর্ধ ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জন।

এই ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ৪ জন, খুলনার ১ জন, বরিশাশের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম