15 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » পিকের গোলে জয়ের স্বাদ পেল বার্সেলোনা

পিকের গোলে জয়ের স্বাদ পেল বার্সেলোনা

পিকের গোলে জয়ের স্বাদ পেল বার্সেলোনা

বিএনএ,স্পোর্টসডেস্ক : চ্যাম্পিয়ন লিগে ”ই” গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভকে ১-০ গোলে হারাল বার্সেলোনা।বুধবার(২০ অক্টোবর) বার্সার নিজেদের মাঠ ক্যাম্প নূউয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বার্সা।

ঘরের মাঠ ক্যাম্প নূউয়ে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলের হার দিয়ে চ্যাম্পিয়ন লিগ শুরু করেছিল বার্সা । এরপর বেনফিকার মাঠেও একই ব্যবধানে উড়ে যায় স্প্যানিশ ক্লাবটি।

প্রথমার্ধের ৩৬ তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ডান পায়ের ভলিতে কিয়েবের জালে বল জড়ান অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার পিকে। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনাল্ড কোমানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আনসু ফাতি,ফিলিপ কৌতিনহো ও সার্জিও আগুয়েরোকে নামিয়েও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।ফলে ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে তারা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ