23 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বাঘ গেল রংপুরে, জলহস্তী এল চট্টগ্রামে

বাঘ গেল রংপুরে, জলহস্তী এল চট্টগ্রামে

বাঘ গেল রংপুরে, জলহস্তী এলো চট্টগ্রামে

বিএনএ, চট্টগ্রাম: প্রাণী বিনিময়ের আওতায় রংপুর চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময় করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এক জোড়া বাঘ দিয়ে আরেক জোড়া জলহস্তী নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটি।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীর তালিকায় সংযোজিত হলো জলহস্তী।

আরও পড়ুন:

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানার সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামানের নির্দেশনায় বাঘের বিনিময়ে চিড়িয়াখানায় জলহস্তী আনা হয়েছে। একটি জলহস্তী পৌঁছেছে। আরও একটি আসবে। প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় সংযোজিত জলহস্তী জেলা প্রশাসকের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য উপহার বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ