26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয়ে কোন সহশিক্ষা নয়-তালেবান

বিশ্ববিদ্যালয়ে কোন সহশিক্ষা নয়-তালেবান

Remove term: আফগানিস্তান আফগানিস্তান

বিএনএ, বিশ্ব ডেস্ক : তালেবানের একজন প্রতিনিধি মোল্লাহ ফরিদ ফতোয়া দিয়েছেন, এখন হতে আফগানিস্তানে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতে পারবে না।

আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সি শনিবার(২১ আগস্ট) এ  খবর জানায়। খবরে বলা হয়, আফগানিস্তান ইসলামিক এ্যামিরাট এর  উচ্চ শিক্ষা বিষয়ক কমিটির প্রধান মোল্লাহ ফরিদ হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এক সভায় উক্ত ফতোয়া দেন। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ছেলে মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাস চালু করতে পারে।

সভায় জানানো হয়, এ মুহুর্তে সহশিক্ষা বন্ধ করা হলে অনেক ছাত্রী ক্ষতিগ্রস্থ হবে। শিক্ষার খরচ বাড়বে। অনেক বিশ্ববিদ্যালয় পৃথক ক্যাম্পাস চালু করার ক্ষমতা রাখে না।  হেরাত প্রদেশে  ২হাজার শিক্ষক ও ৪০ হাজার ছাত্রছাত্রী রয়েছে।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ