19 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফিদেল কাস্ত্রোর সঙ্গে বাচ্চাদের ফান

ফিদেল কাস্ত্রোর সঙ্গে বাচ্চাদের ফান


ফিদেল কাস্ত্রো। একজন বিপ্লবী শাসক। তাকে হয়তো কেউ কেউ স্বৈরশাসক বলেন। কিন্তু এই ছবিতে  বাচ্চারা ফান করছে এই লেীহ মানবটির সঙ্গে। বাচ্চারা তার মত করে নকল দাঁড়ি পরেছে এবং তিনি  এটি উপভোগ করছেন। এই বাচ্চারা যদি কিউবান হত তবে এটি অদ্ভুত হত না, কিন্তু  তারা আসলে আমেরিকান ছিল।  ১৯৬৯ সালে নিউইয়র্ক সফরের সময় এটি ঘটেছিল। তিনি কিউবার দায়িত্ব নেওয়ার পরে এবং মার্কিন নিষেধাজ্ঞার আগে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ