25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুরকারীদের শাস্তির দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুরকারীদের শাস্তির দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন


বিএনএ, রাঙামাটি : চট্টগ্রামে তারণ্যের সমাবেশের নামে বঙ্গবন্ধু’র ম্যুরাল স্বাধীনতার স্তম্ভ ভাংচুর করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যাগে রাঙামাটির বাঘাইছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১জুন) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান আজিজ, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

এ সময় বক্তরা বলেন, যারা জাতির জনকের স্তম্ভের উপর আঘাত হেনেছে তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই। যতদিন মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মরা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কোন অপশক্তি কিছুই করতে পারবে না। আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি আর মুক্তিযুদ্ধের প্রজন্মরা দেশ রক্ষায় প্রহরী হিসেবে থাকবে।

অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন বক্তারা।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ