18 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিএনএ, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন-বয়েরা গ্রামের মৃত আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মরিয়ম বেগম উঠানে ভেজা কাপড় রোদে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার তিন ছেলে মাকে বাঁচাতে এগিয়ে আসলে মায়ের সঙ্গে ছেলে রোকনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা-ছেলের দুজনের মৃত্যু হয়। বাকি দুই ছেলেকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ