26 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় বিশ্বব্যাপী তেলের বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে বুধবার (২১ মে) অপরিশোধিত তেলের দাম ১% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য হামলার কারণে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা ১.২% বেড়ে দাঁড়িয়েছে ৬৬.১৭ ডলারে। অপরদিকে,যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৮২ সেন্ট বা ১.৩% বেড়ে দাঁড়িয়েছে ৬২.৮৫ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে। এই সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে দাম আরও বেড়ে যেতে পারে। ইরান যদি প্রতিশোধ নিতে গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সৌদি আরব, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকেও তেল রপ্তানি ব্যাহত হতে পারে। ফলে পুরো অঞ্চলে জ্বালানির প্রবাহ ঝুঁকিতে পড়বে। ইসরায়েলি হামলার সম্ভাবনার বিষয়ে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এই ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও জানিয়েছেন, এখনো সমাধান অনেক দূরে। যদিও এই উত্তেজনার মধ্যে কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কিছুটা বেড়েছে বলে জানা গেছে। তবে পেট্রোল এবং অন্যান্য জ্বালানি উপাদানের মজুদ কমেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ