14 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজস্থলীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা

রাজস্থলীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা

রাজস্থলীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা

বিএনএ, রাঙামাটি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারিভাবে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

মঙ্গলবার (২১ মে) রাজস্থলী উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের পর ছিল প্রায় কেন্দ্র ফাঁকা। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

সন্ধ্যা ৭ টায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, উপজেলার মোট ১৪ টি কেন্দ্রে আনারস প্রতীকে উবাচ মারমা পেয়েছেন সাত হাজার পঁচাত্তর ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন দুই হাজার আঠারো ভোট। উবাচ মারমা ৫ হাজার ৫৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

সন্ধ্যা ৭ টার দিকে ফলাফল ঘোষণা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজস্থলী উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ