34 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় কাপ-পিরিচ মার্কার সমর্থনে বিশাল সমাবেশ

ছাগলনাইয়ায় কাপ-পিরিচ মার্কার সমর্থনে বিশাল সমাবেশ

আলহাজ মিজানুর রহমান মজুমদার(কাপ-পিরিচ

ছাগলনাইয়া(ফেনী): ছাগলনাইয়া উপজেলার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মিজানুর রহমান মজুমদার(কাপ-পিরিচ মার্কা)এর সমর্থনে  মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের আয়োজিত চাঁদগাজী বাজার স্কুল মাঠে মঙ্গলবার (২১মে২০২৪) বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

May be an image of 5 people, dais and text

দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণ করে  আধুনিক ও স্মার্ট ছাগলনাইয়া উপজেলা গঠনে  কাপ-পিরিচ মার্কায় ভোট দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

May be an image of 3 people and temple

বিএনএ,এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ