19 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » শার্শায় শেষ হলো ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি ছিল কম

শার্শায় শেষ হলো ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি ছিল কম

শার্শায় শেষ হলো ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি ছিল কম

বিএনএ, যশোর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সারাদেশে ১৫৬ টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা পরিষদের নির্বাচন সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার পরেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো অনেক কম।

শার্শা উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোট গ্রহণ চলে।

শার্শায় ১১ প্রার্থী হলেন চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) ও শামীমা খাতুন (কলস)।

এ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ চলে। মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ জন ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

ভোট চলাকালীন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার ও পুলিশ সুপার পলায় কুমার জোয়ারদার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

বিএনএনিউজ/ সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ