19 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে তিন উপজেলায় ভোট, বাড়ছে ভোটারদের উপস্থিতি

রাঙামাটিতে তিন উপজেলায় ভোট, বাড়ছে ভোটারদের উপস্থিতি


বিএনএ রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির তিন উপজেলায় দ্বিতীয় ধাপে চলছে উপজেলা নির্বাচনের ভোট। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

মঙ্গলবার (২১ মে)রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি’র ৫১ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে ৫ টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে।  এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি সূত্রে জানা যায়, শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি বেশি। বিকালে আরও বাড়বে বলে রিটার্নিং কর্মকর্তারা জানান।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪৯ হাজার ৫২৮ জন ভোটার, রাজস্থলী উপজেলায় ২০ হাজার ৮৬৭ জন ভোটার এবং বিলাইছড়ি উপজেলায় ২৩ হাজার ৬৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিতে আসা প্রতিবন্ধী প্রদীপ বড়ুয়া বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে এবং সুষ্ঠভাবে ভোট দিতে পারছি।
কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি কেন্দ্রে পুলিশ-আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিএনএনিউজ/কাইমুল/রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ