বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম (সরকারি কলেজ-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বোর্ড সূত্র বলছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলিকে বদলি করা হয়েছে দিনাজপুর সরকারি কলেজে। ওই পদে আসছেন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক আবুল কাশেম।
বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনকে বদলি করা হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজে। হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্তকে বদলি করা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি কলেজে। তাঁর জায়গায় আসছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক মো. ওয়াসিম হাসান।
এছাড়া, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসারকে বদলি করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে। বোর্ডের সহকারী সচিব (১) সম্পাতা তালুকদারকে বদলি করা হয়েছে গাইবান্ধা সরকারি কলেজে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী ২৮ এপ্রিলের মধ্যে তারা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।’
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ৪ আগস্ট চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন হিসাব শাখার কর্মকতা, একজন সহকারী সচিব এবং অন্যজন উপ-কলেজ পরিদর্শক ছিলেন।
বিএনএনিউজ/নাবিদ