25 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » পটিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

পটিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

পটিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার হরিণখাইন এলাকায় দুইটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আহতরা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (৩) ও আবুল কালাম (৫২)।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পটিয়ায় দুর্ঘটনায় আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিদা ও আব্দুল হামিদ নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ