27 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » একই দেশে দুইদিন ঈদ পালন

একই দেশে দুইদিন ঈদ পালন

ঈদ

বিএনএ বিশ্ব: রমজান মাসের শেষে চাঁদ দেখাসাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্‌যাপন করে মুসলিম বিশ্ব। তবে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুই অংশে এবার পৃথক দিনে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলের প্রশাসন শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। আর রাজধানী ত্রিপোলির সরকার দেশটির বাকি অংশে শনিবার ঈদুল ফিতর উৎসব পালন হবে বলে ঘোষণা করেছে। খবর এএফপির।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ রমজানের সমাপ্তি উপলক্ষে শুক্রবার ঈদ পালন করছে।

শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণ করে থঅকে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, জর্ডান এবং সুদান শুক্রবার ঈদ উৎসব উদযাপন করছে। লেবাননের সুন্নি নেতারা শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিলেও দেশটির শিয়া সম্প্রদায়ের নেতারা শনিবার ঈদ পালন করা হবে বলে জানিয়েছেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরাকের সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি সিস্তানি তাদের দেশে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন। ওমানেও শনিবার ঈদ হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ