17 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুরে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

মিরপুরে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরে জালাল উদ্দিন (৭৯) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন মিরপুর ১২ নম্বর ঝিলপাড় দারুল আল কাম মাদরাসার শিক্ষক। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সরদার জানান, এ ঘটনায় হাসান নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিহত মাদরাসা শিক্ষকের ব্যক্তিগত সহকারী। আটকের সময় তার সারা গায়ে রক্তের দাগ ছিল। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ