16 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিমানবন্দর রেল স্টেশনে টিকিটের দাবিতে হামলা

বিমানবন্দর রেল স্টেশনে টিকিটের দাবিতে হামলা

বিমানবন্দর রেল স্টেশনে টিকিটের দাবিতে হামলা

বিএনএ: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে স্ট্যান্ডিং টিকিটের দাবিতে হামলা করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। এ সময় স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীনা জানায়, রাত সোয়া ৮টার দিকে একদল যাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা টিকিট কাউন্টার যান স্ট্যান্ডিং টিকিটের জন্য। কিন্তু কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনে ইটপাটকেল ও পাথর ছুড়েতে থাকেন। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, অনলাইনে টিকিট না পেয়ে স্ট্যাডিং টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে হামলা করেন। পরে পুলিশ এসে যাত্রীদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ