আজাদীর ঢাকা ব্যুরো প্রধান নিযুক্ত হন। দৈনিক আজাদীর প্রতিষ্ঠার সময়ে সৈয়দ মোস্তফা জামাল ও তাঁর পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা, নেতাজি সুভাস চন্দ্রবসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার লক্ষ্যে গঠিত প্রবাসী সরকারের মন্ত্রী মরহুম আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদ অক্লান্ত পরিশ্রম করেন।
সামাজিক ও পেশাগত কারণে সাংবাদিকতায় বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রিয় সহ সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা একাডেমীর সভাপতি, সুফি নুর মোহাম্মদ আল কাদেরী (রঃ) স্মৃতি সংদের সহ-সভাপতি, কবি আলাদীন আল নুর স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
নেতা মওলানা ইসলামাবাদীর জীবন-কর্মের ওপর একটি ঐতিহাসিক গবেষণামুলক গ্রন্থ এবং মঘীস্থানে ইসলাম নামে দুটি পুস্তক প্রকাশ করেন। সাংবাদিকতা জীবনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত কলকাতার জাতীয় পত্র পত্রিকায় দুইশত এরও বেশি মূল্যবান প্রবন্ধ রচনা করেন।
কর্মজীবনের অবদানের জন্য সাংবাদিক ছৈয়দ মোস্তফা জামাল জাতীয় বীর শেরেবাংলা পুরস্কার, বাংলাদেশ সীরাত মিশন পুরস্কার, বাংলাদেশ শিশু উন্নয়ন মানবাধিকার পুরস্কার, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি পদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির পদক ও ২০০০ সালে বিপ্লবী সাংবাদিক শফিউদ্দীন আহম্মদ পুরস্কার পান।
ছৈয়দ মোস্তফা জামাল ১৯৩৪ সালের ৮ই জানুয়ারী নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম সাধারণ সম্পাদক ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারা বরণকারী দেশপ্রেমিক নেতা আলহাজ্ব মৌলভী ছৈয়দ ছোলতানের গৃহে জন্ম গ্রহণ করেন।