বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এম এ কবির (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ২টার দিকে সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চরহাজারী ৮ নং ওয়ার্ডে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।
তার জানাযার ইমামতি করেছেন ফয়জুলবারী সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আবুল হাশেম। এতে শরীক হয়েছেন বন্দর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হক্কানী, চন্দনাইশ সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের অধ্যাপক মো. নজরুল ইসলাম ও ইলিয়াছ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার মুত্যুতে শোক জানিয়েছে কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনএনিউজ/আমিন