36 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর : প্রতিবাদে ধামরাইয়ে ছাত্রলীগের মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর : প্রতিবাদে ধামরাইয়ে ছাত্রলীগের মানববন্ধন


বিএনএ ডেস্ক:সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাথুলি এক্সেল লোড কন্ট্রোল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ বলেন, একটি অসাম্প্রদায়িক জাতি গঠনের জন্যই একাত্তরে এদেশ স্বাধীন হয়েছিল , আদর্শিক চেতনাতে যারা আঘাত করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এসময় ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বর্তমান যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ তুহিন, ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক আল ইমরান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, রবিউল, সানোড়া ইউনিয়ন ছাত্রলীগের মানিক মিয়া, সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্না, শফিকুল ইসলাম , আব্দুর রহিম, সুজন মিয়া, নাঈম হোসেন, মুজিবর রহমানসহ প্রমূখ ছাত্রলীগ নেতা।

Loading


শিরোনাম বিএনএ