বিএনএ ডেস্ক:নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন ভূমিকায় বিবেচনা করে সৌম্য সরকারকে একাদশে নেওয়া হয়। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তার নতুন ভূমিকাটা হচ্ছে ব্যাটিংয়ের সঙ্গে কার্যকর বোলিং।
তামিম বলেন, ‘সৌম্যকে আমরা আগে সাত নম্বরের রোলে দেখেছি। কিন্তু আমরা আজকে যে একাদশটা খেলেছি, এই একাদশের কম্বিনেশনে আমাদের ছয় নাম্বার বোলার কেউ ছিল না। রিয়াদ ভাই তার ব্যাক ইনজুরির কারণে বল করতে পারছেন না। হয়তো এই পুরো সিরিজে বল করতে পারবেন না। আমাদের ছয় নাম্বার বোলার ছিল সৌম্য।’
ব্যাট হাতে সৌম্য সরকার ছিলেন ব্যর্থ। সাজঘরে ফেরেন ০ রান করে মাত্র ৩ বল খেলে। বল হাতে সৌম্যকে পরখ করে দেখার মতো সুযোগ ছিল না তামিমের। কারণ, নিউ জিল্যান্ড ২১ ওভার ২ বল খেলেই ম্যাচ জিতে যায়। ১ ওভার বল করে ৫ রান দিয়ে কোনো উইকেট পাননি সৌম্য।
সৌম্যর ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন অধিনায়ক। তাঁর মতে, ‘সৌম্য ছাড়া এখানে বিকল্প কেউ ছিল না। কারণ একাদশে সুযোগ পাননি নাজমুল হোসেন শান্ত। তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন-এ খেলেছিলেন।’
অবশ্য ম্যাচের আগের দিনও তামিম জানিয়েছেন সৌম্য সুযোগ পেলে খেলবেন ওপরেই।
তামিম বলেন, ‘তিন নম্বরে ব্যাটিং করার জন্য সেরা পছন্দ সৌম্যই ছিল। যারা আজকে খেলেছেন, সৌম্যই ছিল তিন নম্বরে খেলার মতো। এই কারণেই সে তিনে খেলে। এ ছাড়া ও তিনে খেলেছে আগে। নিউ জিল্যান্ডে ওর খেলার অভিজ্ঞতা আছে। এসব কারণেই তাকে তিন নম্বর রোলে খেলাতে হয়েছে।’