27 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » তুরস্ক থেকে দেশে ফিরলেন উদ্ধারকারী দল

তুরস্ক থেকে দেশে ফিরলেন উদ্ধারকারী দল


বিএনএ, ঢাকা : ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ সদস্য, ১০ জন চিকিৎসক ও ১২ জন ফায়ার সার্ভিস কর্মী।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে বিধ্বস্ত ও তছনছ হয়ে যায় তুরস্কের কয়েটি শহর। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০- রওনা দেয় তুরস্কের উদ্দেশ্যে।

দেশে ফিরলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় প্রতিটি সদস্যকে। পরে এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ