17 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

বিএনএ,স্পোর্টসডেস্ক : লা লিগায় অষ্টম জয়ের লক্ষ্যে কাদিসের বিপক্ষে আজ মাঠে নামবে বার্সেলোনা। রোববার(২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্যাম্প নূউয়ে খেলাটি অনুষ্ঠিত হবে। রোনাল্ড কোম্যানের দল বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে। টানা চার পরাজয়ে  ১৫ তম স্থানে  কাদিস ক্লাবটি।

২০২১ মৌসুমটা দারুণ শুরু করেছে বার্সা দলটি। গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল কাতালানরা। যদিও চ্যাম্পিয়ন লিগের রাউন্ড ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরেগিয়েছিল মেসিরা। পরের ধাপে পৌঁছাতে হলে পাহাড়সম বাঁধা টপকাতে হবে বার্সেলোনাকে। ১০ মার্চ মধ্যরাতে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজির মাঠে।

অন্যদিকে মৌসুমটা অসাধারণ শুরু করেছিল কাদিস।পরে তা আর ধরে রাখতে পারেনি দলটি। শেষ পাঁচ খেলায় একটি মাত্র পয়েন্ট যোগ করে ক্লাবটি। টানা চার খেলায় হেরে কঠিন সময় পার করছে আলভারো সারেভেরার শির্ষরা।

বার্সেলোনা :

কাদিসের বিপক্ষেও ইনজুরির কারনে আনসু ফাতি, ফিলিপ কৌতিনহো এবং সের্গি রবার্তোকে পাবেনা বার্সা ।

কাদিস :

চোটের কারনে মাঠে দেখা যাবেনা অগাস্টো ফার্নান্দেজ, কার্লোস আকাপাও ,লুইস্মি কুইজাদাকে।সাসপেনসনের ফিরবে মার্কোস মাউরো। জুয়ান কালার জায়গায় খেলবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

সম্ভাব্য একাদশ :

বার্সেলোনা :

টের স্টেগেন, ডেস্ট, পিক, লেঙ্গেল্ট, আলবা, পেদ্রি, বুসকেটস, ডি জং, ট্রিনকাও, মেসি, গ্রিজম্যান।

কাদিস এফসি:

লেডেসমা; ইজা, আলকালা, মাউরো, এস্পিনো, সানচেজ, জোনসন, ফালি, পেরিয়া,লোজনো, নেগ্রেদো।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ