বিশ্বডেস্ক: জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি ২০২৫) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আদেশ অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা শিক্ষা, পর্যটকসহ সাময়িক ভিসায় আসা ব্যক্তিদের সন্তানরা আর জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবেন না।
নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে, দেশের সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা রয়েছে। তাই এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তবে তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিধান “হাস্যকর” এবং এটি পরিবর্তনের জন্য যথেষ্ট আইনগত ভিত্তি রয়েছে।
এছাড়াও, ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি, জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। তাকে শপথ বাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এক মেয়াদ বিরতির পর আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ট্রাম্প।
বিএনএ, এসজিএন,শাম্মী