বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউজে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ গ্রহণ করেন।
শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, “ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখার কারণ আছে। শিগগিরই পরিবর্তন আসবে।” এদিনই তিনি ঘোষণা দেন যে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে।
শপথ অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থা
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজধানী ওয়াশিংটনে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়ে সাজসজ্জা এবং নিরাপত্তার চাদরে মোড়া পরিবেশের মধ্যে ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
তীব্র শীতের কারণে এবার শপথ অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী খোলা জায়গার বদলে কংগ্রেস ভবনের রোটুন্ডায় আয়োজন করা হয়। এতে অতিথিদের সংখ্যা সীমিত রাখা হয় এবং মাত্র ২০ হাজার অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাঁরা টিকিট পাননি, তাঁরা ন্যাশনাল মলে স্থাপিত বড় পর্দায় সরাসরি অনুষ্ঠান উপভোগ করেন।
ইতিহাসের পুনরাবৃত্তি
ক্যাপিটল ভবনের ভেতরে শপথ নেওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯৮৫ সালে, রোনাল্ড রিগ্যানের সময়। এ ছাড়া গ্রোভার ক্লিভল্যান্ডের পর ১২০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পরাজয়ের পর দ্বিতীয় মেয়াদে ফিরে এলেন।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি ছিল দারুণ চমকপ্রদ। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের সিইও শৌ চিউ ভিআইপি আসনে ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্টরা—বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাও অনুষ্ঠানে যোগ দেন। তবে মিশেল ওবামার অনুপস্থিতি চোখে পড়ে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর শপথ অনুষ্ঠানে অন্যান্য দেশের কয়েকজন ডানপন্থি নেতা, যেমন ইতালির জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আলোচনা সৃষ্টি করেছে।
সমাপ্তি এবং প্যারেড
শপথের পর ট্রাম্প একটি জমকালো প্যারেডের মাধ্যমে ক্যাপিটল থেকে হোয়াইট হাউজে যান। ক্যাপিটল রোটুন্ডায় ট্রাম্পের সম্মানে আয়োজন করা হয় একটি কুচকাওয়াজের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অন্যদের সাথে যোগ দিয়েছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিলে।
একইভাবে মনমরা হয়ে বসেছিলেন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে।
অন্যদিকে, নিজের ভাষণে বাইডেন প্রশাসনের নীতি ও নানান পদক্ষেপের সমালোচনা করেছেন ট্রাম্প।
এসজিএন