15 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » গাড়ির সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

গাড়ির সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা


বিএনএ,ডেস্ক : চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার(২০ জানুয়ারি) তাকে জরিমানা করা হয় বলে ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ বলেছে, ‘লন্ডনের একজন ৪২ বছর বয়সী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমান জরিমানা শর্তসাপেক্ষে দেয়ার প্রস্তাব দিয়েছি। তিনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আদালতের শুনানি এড়াতে সুনাক নির্দিষ্ট পরিমান জরিমানা দিতে পারেন।’

ডাউনিং স্ট্রিট একটি বিবৃতিতে বলেছে, সুনাক বিষয়টি পুরোপুরি স্বীকার করেছেন, এটি তার ভুল ছিল এবং তিনি ক্ষমা চেয়েছেন। তিনি অবশ্যই নির্দিষ্ট পরিমান জরিমানা বা শাস্তি মেনে চলবেন।

বিবিসি জানিয়েছে, গাড়ির যাত্রী হিসেবে সিট বেল্ট না পরার জন্য জরিমানা হবে ১০০ পাউন্ড। মামলাটি আদালতে গেলে সুনাক জরিমানা দিবেন ৫০০ পাউন্ড।

বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ভ্রমণ করার সময় ঋষি সুনাক চলন্ত গাড়িতে চড়ে এই ভিডিও করেন। এ ভিডিওটি প্রকাশিত হওয়ার পরেই সুনাক ত্রুটির জন্য ক্ষমা চান এবং ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ