28 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল

১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল

গুগল

বিএনএ, বিশ্বডেস্ক : ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশন। এরমধ্যে দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের ৬% কর্মীকে বাদ দিতে যাচ্ছে। শুক্রবার (২০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে আলফাবেটের সিইও সুন্দর পিচাই এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি একের পর এক তথ্য প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করেছে। মাইক্রোসফট কিছুদিন আগেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার গুগলও একই পথে পা বাড়াল। ২০২২-এ দুনিয়া জুড়ে ছাঁটাইয়ের প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে প্রযুক্তিক্ষেত্রে। গত বছর শুধুমাত্র প্রযুক্তিক্ষেত্রে কাজ হারিয়েছেন ৯৭,১৭১ জন। যা গত বছরের তুলনায় ৬৪৯ শতাংশ বেশি।

এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। এই ছাঁটাইয়ের পর গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা জানা যায়নি।

আলফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, অর্থনৈতিক বাস্তবতার কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ছাটাইয়ের জন্য এরইমধ্যে টিম ম্যানেজারদের কাছে কর্মীদের নতুন মূল্যায়ন চাওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ