36 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » টিকা দান কর্মসূচিতে সফল হবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

টিকা দান কর্মসূচিতে সফল হবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

টিকা দান কর্মসূচিতে সফল হবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা:৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের উপহার হিসেবে পাওয়া এবং সরকারের কেনা করোনার টিকা পরিকল্পনা মাফিক বিতরণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি)জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে জাহিদ মালেক আরও বলেন,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেমন সফল হয়েছে,তেমনি টিকা দান কর্মসূচিতেও সফল হবে।খুব ভালোভাবে টিকা দেয়া হবে।টিকা সংরক্ষণ ও প্রয়োগের জন্য শক্তিশালী কমিটি কাজ করবে।এ ব্যাপারে প্রধানমন্ত্রী গাইড করছেন।যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের টিকা পাবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,করোনার টিকা প্রয়োগের প্ল্যান ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।কোনো ধরনের যেন সমস্যা না হয় সে জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা আছে।করোনার নিয়ে অনেকে সমালোচনা করছেন,তবে এসব গুজবে কান না দেয়া যাবে না।করোনার শুরুতেও অনেকে সরকারের সমালোচনা করেছিলনে।সরকার সফলভাবে করোনার পরিস্থিতি মোকাবেলা করেছে।এখন টিকা নিয়ে মহল বিশেষ গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জাহিদ মালেক।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ভারতের উপহার দেয়া করোনার টিকার প্রথম চালান এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন ঔষধ প্রশাসনের মহাপরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ