18 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বাইডেনকে চিরকুটে যা বললেন ট্রাম্প

বাইডেনকে চিরকুটে যা বললেন ট্রাম্প

টাম্প-চিঠি

বিশ্ব ডেস্ক, ঢাকা: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য হোয়াইট হাউজে পাঁচ শব্দের একটি চিরকুট রেখে গেছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট সেই চিরকুট প্রাপ্তি স্বীকার করেছেন। এতে ইংরেজিতে লেখা আছে ‘joe, you know I won’।

তবে বাইডেন, সদ্য বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ওই চিরকুটের বিষয়বস্তু প্রকাশ করেননি।

চিঠি

এর আগে, শেষবারের মতো হোয়াইট হাউস ছেড়ে যান বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার আশংকায় জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে পারেননি আলোচিত এই প্রেসিডেন্ট। বর্তমানে তার ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। তাই তিনি হোয়াইট হাউস থেকে সরকারি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমরা যা করতে এসেছিলাম তা করেছি। আমি কঠিন লড়াই করেছি, সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলাম।’

ট্রাম্প তার সময়ের বিভিন্ন শান্তি চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘দশকের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমি গর্বিত যে কোনো নতুন যুদ্ধ শুরু করিনি।’

ক্যাপিটল হিলে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন: ‘ক্যাপিটল আক্রমণে সকল আমেরিকান আতঙ্কিত হয়েছিলো। এটা কখনই সহ্য করা যায় না।’

প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদ শেষে ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে ফ্লোরিডার পথে রওনা দেন। হোয়াইট হাউস ত্যাগের সময় বলেন, প্রেসিডেন্ট হওয়া ছিল সারা জীবনের সম্মানের বিষয়।

রীতি অনুযায়ী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিলেও ট্রাম্প নিজে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করেন। তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়, একুশবার তোপধ্বনি দেওয়া হয়। ওয়াশিংটনের অদূরে অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে এ সময় উপস্থিত ছিলেন ২০০ জনের মতো অতিথি ।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ