14 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান-আমির খান মুত্তাকি

যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান-আমির খান মুত্তাকি

যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান-আমির খান মুত্তাকি

বিএনএ বিশ্বডেস্ক : তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান।আফগান জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে তালেবান আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে।

রোববার(১৯ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে তিনি একথা জানান ।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পক্ষ থেকে তার দেশের অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে বলেন, আফগান অর্থ আটকে রাখার অর্থ সকল আফগান নাগরিকের সঙ্গে শত্রুতা এবং সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করা। তিনি সকল মুসলিম দেশে আফগানিস্তানের দূতাবাস আবার চালু করার আহ্বান জানান।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার (১৯ ডিসেম্বর) আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের একটি একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ