29 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » দুদকের মামলায় সাবেক পুলিশ সুপার কারাগারে

দুদকের মামলায় সাবেক পুলিশ সুপার কারাগারে

দুদকের মামলায় সাবেক পুলিশ সুপার কারাগারে

বিএনএ,ঢাকা: মাদারীপুর জেলার সাবেক পুলিশ সুপার ও বর্তমান ডিআইজি সুব্রত কুমার হালদারকে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে ঘুষ নেওয়ার অভিযোগে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির আসামি ও দুদুকের আইনজীবীর জামিন শুনানী শেষে তাকে কারাগারে পাঠান।

দুদক সূত্রে জানা যায়, সুব্রত কুমার হালদারসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। যেখানে ১৭ প্রার্থীর কাছ থেকে এক কোটি ৬৯ লাখ টাকা ঘুষ নেওয়ার ওই মামলায় তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম ১১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, সুব্রত ২০১৯ সালে মাদারীপুর পুলিশ সুপারের দায়িত্বে থাকা কালে কনস্টেবল পদে নিয়োগে দুর্নীতির ঘটনা ঘটে। ওই বছরের ২৬ জুন মাদারীপুর জেলা থেকে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ৫৪ জনকে পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। ওই নিয়োগ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ঘুষ লেনদেনের ৭৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করে পুলিশ। ওই ঘটনায় মাদারীপুর সদর থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি পুলিশ সদর দপ্তর প্রাথমিকভাবে তদন্ত করে এবং আদালতের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হয়।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ