28 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার কারাগারে

পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার কারাগারে

পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার কারাগারে

বিএনএ, ঢাকা: বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলার আসামি বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক নাজমুল জান্নাত শাহ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি এই আদালতে না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নথি পাওয়া সাপেক্ষে পরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। ওইদিন সমাবেশে যোগ দেওয়া যুবদল নেতা শামীম মারা যায়।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ