17 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বলিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

রোববার (২০ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন।

তিনি জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার পাঁচ যাত্রী মারা যান।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে বিলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, নিহতের উদ্ধারের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ