২০ নভেম্বর ২০২২ খ্রি. থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বের মাধ্যমে ৩২ দলের এই ফুটবল টুর্নামেন্ট নভেম্বর-ডিসেম্বর দু মাস মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী ম্যাচে গ্রুপ এ-তে ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিক কাতার মাঠে নামবে।বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
এক সময়ের সেরা খেলোয়াড় ব্রাজিলের কাফু, জার্মানির লোথার ম্যাথুজ, অস্ট্রেলিয়ার টিম কাহিল, ইরানের আলি দাইয়েদের উপস্থিতিতে আট গ্রুপে ভাগ করা হলো কাতার বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোকে।
যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জনপ্রিয় ব্রাজিল পড়েছে জি গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।
ফুটবলের অন্যতম জনপ্রিয় আর্জেন্টিনা দল রয়েছে সি গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।
ফিফা বিশ্বকাপের(FiFa Qatar World Cup 2022) আট গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
বিএনএনিউজ২৪,জিএন
ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)