মালয়েশিয়ার ১৫তম জাতীয় নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা পায় নি। সর্বশেষ ফলাফলে দেখা যায়, ছোট দল ও জোটের সমর্থন ছাড়া মহিউদ্দিন না আনোয়ার এর দল ফেডারেল সরকার গঠন করতে পারছেন না।খবর স্টার ডটকম এমওয়াই।
দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে।পাকাতন হারাপান(পিএইচ) এবং পেরিকাতান ন্যাশনাল(পিএন) দুটি দলই দাবি করছে সরকার গঠনের ক্ষমতা।
পেরিকাতান ন্যাশনাল(পিএন) নির্বাচনে ৭৩টি আসন লাভ করেছে।খুব ভোর রাত ৩টায় এক সংবাদ সম্মেলনে পেরিকাতান ন্যাশনাল(পিএন) চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিন দাবি করেন সরকার গঠনে তিনি রাজপ্রাসাদের সবুজ সংকেত পেয়েছেন।
তার আধঘণ্টা পর মহিউদ্দিন ইয়াসিনের দাবিকে গুজব বলে উড়িয়ে দেন পাকাতন হারাপান (পিএইচ) চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম।তিনি দাবি করেন তার দল ও জোট মিলে ১১২টি আসন লাভ করেছেন। কেমনে কতটি বিস্তারিত বলেন নি।
ফলাফলে দেখা যায়, তার দল পাকাতন হারাপান (পিএইচ) নির্বাচনে ৭৬টি আসন লাভ করেছে।
পার্লামেন্টের মোট আসন ২২০টি। তবে দিন শেষে বলা যাবে কারা সরকার গঠন করতে যাচ্ছে।
বিএনএ,এসিজএন