28 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানকে ১০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানকে ১০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ১০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ। শনিবার (২০ নভেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ী বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। শাহিন আফ্রিদির বলে শুন্য রানে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ। এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। দ্বিতীয় ওভার করতে আসেন মোহাম্মদ ওয়াসিম। ওভারের দ্বিতীয় বলে ক্যাচ মিস করায় জীবন পেলেও শেষ রক্ষা হলো না নাঈমের। ওভারের শেষ বলে একই ভাবে খেলতে গিয়ে স্লিপে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। নাঈম ৮ বল খেলে ২ রান করেন। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৫।

তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে লড়তে থাকেন আফিফ ও নাজমুল। তবে হঠাৎ করে ছন্দ হারান রান তুলতে থাকা আফিফ। শাদাবের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেন বল থেকে। একটু ধীরে আসা বলটা আফিফের ব্যাটের ওপরের দিকের কানায় লেগে ওপরে উঠে যায়। উইকেটকিপার রিজওয়ানের ক্যাচটাকে হয়তো ক্যাচই মনে হয়নি! ২১ বল খেলে ২০ রান করেন আফিফ। তার আউটের মধ্য দিয়ে ভেঙ্গে যায় ৩৭ বলে ৪৬ রানের জুটিটি।

দলীয় ৭৯ রানে বিদায় নেন ১৫ বলে ১২ রান করা মাহমুদউল্লাহ। দলপতি বিদায়ের পর সাজঘরের পথ ধরেন নাজমুলও। নাজমুল আউট হওয়ার আগে ৩৪ বলে ৪০ রান করেন।

১৬তম ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে লং অফে মারতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু ব্যাটে-বলে হলো না। উল্টো বোলার নওয়াজের হাতে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরেছেন মেহেদী। সর্বশেষ তিন উইকেট বাংলাদেশ হারায় ১৭ রানে। এরপর ১১ রান নিয়ে বিদায় নেন। শেষ পর্যন্ত আমিনুল ৮ ও তাসকিন ২ রানে অপরাজিত থাকলে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান করতে সক্ষম হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ