29 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ

রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ


বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাতনামা তরুণীর (২৩) মরদেহ পাওয়া গেছে। শনিবার (২০ নভেম্বর) সকাল আটটায় পূর্ব গুজরার সিকদারঘাটা এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- মহিলাটিকে রাতের কোনো এক সময় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিন বলেন, অজ্ঞাতনামা মহিলার গায়ের রং ফর্সা। পরনে ছিল একটি সাদা কামিজ ও ছাই রংয়ের একটি ছেলোয়ার। রাস্তার ধারে পড়ে ছিল একটি স্যান্ডেলও। আমরা এখনো সুরতহাল করেনি। তবে মহিলাটির গলায় একটি ওড়না পেঁচানো রয়েছে এবং গলায় রক্তের দাগ দেখা গেছে। মহিলার আনুমানিক বয়স ২৩ বছর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ