28 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বিদেশি চক্র জড়িত ছিল

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বিদেশি চক্র জড়িত ছিল

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ

ঢাকা:  আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বিদেশি চক্র জড়িত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।

তিনি রোববার(২০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ পরিদর্শনের সময় জানান, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষের পেছনে বিদেশি চক্রের উস্কানি ছিল।

আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই অসন্তোষকারীদের চিহ্নিত করেছে, যার ফলে কারখানাগুলো পুনরায় চালু হয়েছে।

সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির হোসেন, ভাইস প্রেসিডেন্ট কাজী মঞ্জুরুল ইসলাম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন শিপার সমাজপতি উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ