31 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবু ছৈয়দ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ৪এপ্রিল  চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মুনসী আব্দুল মজিদ ১৯৯৫ সালের একটি মামলায় আবু ছৈয়দের পাঁচ বছরের সাজা প্রদান করেন। এসময় তাকে ৭দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ সময়ের মধ্যে আসামি আদালতে হাজির না হওয়ায় গত ৬ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দণ্ডিত আসামি সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ তার নির্বাচনী এলাকা আনোয়ারার রায়পুর ইউনিয়নের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, প্রবাসী প্রফেসর আব্দুচ ছবুর ও রায়পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধার‍ণ সম্পাদক, আখতারুজ্জামান স্মৃতি সংসদ ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের বাড়ী-ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। পরে  প্রফেসর আব্দুচ ছবুরের ভাই হাফেজ মো. মঈনুদ্দিন বাদী হয়ে আবু ছৈয়দসহ ৩৫ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ প্রায় ২৭ বছর পর এ মামলায় আবু ছৈয়দকে দন্ডবিধির ৪৩৬ সহ গঠিত ১৪৯ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেন আদালত।

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ আমাদের কাছে আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রায়ের বিষয়ে জানতে চাইলে বাদীর ভাতিজা মোঃ শহিদুল ইসলাম (সায়েম) বলেন, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ঠ। এখন আদালত ও প্রশাসনের কাছে আমাদের দাবি আদালত যে রায় দিয়েছে সে রায় যাতে দ্রুত কার্যকর হোক।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ