18 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ট্রেন

বিএনএ,গাজীপুর:গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে। বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ