18 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আজ দুপুর ২টা পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

আজ দুপুর ২টা পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

এনআইডি সেবা পুনরায় চালু ডিজি

বিএনএ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে সব সেবা বন্ধ রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

বিএনএনিউজ২৪/এমএইচ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ