26 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সংবিধান সম্মতভাবেই আগামি জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

সংবিধান সম্মতভাবেই আগামি জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

মেগা প্রকল্প উদ্বোধন হলে বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল দেখবে : সেতুমন্ত্রী

বিএনএ ঢাকা: নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২০ সেপ্টেম্বর) সরকারী বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের আইন-আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় ও চর্চায় একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড় দিন দিন দুর্বল করছে। গত ১৩ বছর দলটির আন্দোলন করার আহ্বান ব্যর্থ হয়েছে। বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে।

খালেদা জিয়াকে ভয়ে বিদেশ যেতে দিচ্ছে না সরকার-বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে। যার মুক্তির জন্য দলটি একটি মিছিলও করতে পারে না, তাদের মুখে মায়াকান্না মানায় না।

তিনি বলেন, খালেদা জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না শেখ হাসিনা সরকার। বরং তার বয়স ও স্বাস্থ্যের ওপর নজর দিয়ে চতুর্থবারের মতো সাজা স্থগিত করেছে। এ উদারতা একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। তার উদারতাকে তারা দুর্বলতা ভাবলে ভুল করবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ